বাগমারায় বিদ্যুতের তার জড়িয়ে রড মিস্ত্রির মর্ম্যান্তিক মৃত্যু ||rajshahirdorpon24
বাগমারায় বিদ্যুতের তার জড়িয়ে রড মিস্ত্রির মর্ম্যান্তিক মৃত্যু ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় পল্লী বিদ্যুতের তার জড়িয়ে ফজলুর রহমান (৪০) নামের এক রড মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দ্বীপপুর ইউনিয়নের চকের মোড়ে। নিহত রড মিস্ত্রি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের ঘেতন আলীর ছেলে বলে এলাকার লোকজন জানিয়েছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দ্বীপপুর ইউনিয়নের চকের মোড়ে এক দোকানীর দোকানের পল্লী বিদ্যুতের তার ছিড়ে গিয়ে সংযোগ বিছিন্ন হয়ে যায়। বিয়ষটি জানতে পেরে খাঁপুর গ্রামের রড মিস্ত্রি ফজলুর রহমান সেখানে গিয়ে তারটি জোড়া দেয়ার চেষ্টা করে।
ওই সময় হঠাৎ বিদ্যুতের তারটি তার হাত থেকে বেরিয়ে যায় এবং তিনি তারের জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফজুলর রহমান দুই সন্তানের জনক বলে এলাকার লোকজন জানান। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থল যায় এবং নিহত ফজলুর রহমানের লাশের সুরুতহাল রিপোর্ট তৈরী করে লাশটি দাফনের নির্দেশ দেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।##
No comments