রাজশাহীর অগ্রণী ব্যাংক সাহেববাজার শাখা থেকে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি ||rajshahirdorpon24
রাজশাহীর অগ্রণী ব্যাংক সাহেববাজার শাখা থেকে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজশাহীতে একটি ব্যাংক থেকে ১৭ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর জিরো পয়েন্টের অগ্রণী ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্রবর্মন।
জানা গেছে, রাজশাহী নগরীর সাহেব বাজার শাখার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে রাজশাহী ফার্টিলাইজার এসোসিয়েশন এর সতের লাখ টাকা সহ আরও বেশ কিছু টাকা চেক চুরি হয়ে গেছে। তারা পে- অর্ডার করতে গিয়েছে ব্যাংকে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা বিষয়টি দেখছেন।
ওসি নিবারণ চন্দ্রবর্মণ আরও জানান, ওই গ্রাহক ব্যাংকের ভেতর পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে ভর দিয়ে চেক লিখছিলেন। এসময় পায়ের কাছ থেকে ব্যাগ চুরি হয়ে যায়। চুরির কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারেন তার ব্যাগ নেই। আমরা ব্যাংকের সিসিটিভির ফুটেজ দেখে ব্যাগ চুরি যাওয়ার প্রমাণ পেয়েছি। গ্রাহক আমাদের বলেছেন, তার ব্যাগে ১৭ লাখ টাকা ছিলো। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।##
No comments