Header Ads

  • সর্বশেষ খবর

    নাটোরে চলনবিলের বানভাসি মানুষের পাশে পলক ||rajshahirdorpon24

    নাটোরে চলনবিলের বানভাসি মানুষের পাশে পলক ||rajshahirdorpon24

    নাটোর প্রতিনিধি : 
    নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার সারাদিন বন্যা উপদ্রুত চারটি এলাকা এবং দুইটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন তিনি।


    ত্রাণ বিতরণকালে সুবিধাভোগীদের স্বতস্ফুর্থ সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। করোনা সংক্রমণকালের মানবিক সহায়তার পাশাপাশি বন্যা মোকাবেলায় কাজ করছে সরকার। বন্যা প্লাবিত এলাকাগুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবার বন্যা পানি নেমে না যাওয়া পর্যন্ত থাকবেন। তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেউ না খেয়ে থাকবেনা, বিনা চিকিৎসায় কষ্ট পাবেনা।


    প্রতিমন্ত্রী পলক সকালে উপজেলার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণকালে এলাকার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্তে ১২ টি নৌকা প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান উপস্থিত ছিলেন। পরে তিনি লালোর ইউনিয়নের বরইহাটি ও ডাঙ্গাপাড়াতে ত্রাণ বিতরণ করেন।

    প্রতিমন্ত্রী পলক বিকেলে সিংড়া পৌরসভার গাইনপাড়া ও পরানহাটি এলাকায় বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণকালে বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর সরকার পূনর্বাসন কার্যক্রম শুরু করবে। এই লক্ষ্যে বর্তমানে কৃষি ও মৎস্যের ক্ষয়ক্ষতি জরিপ করা হচ্ছে।


    ক্ষতিগ্রস্থ গৃহ নির্মাণেও সরকার সহায়তা প্রদান করবে। গৃহহীন মানুষদের আবাসন নিশ্চিত করতে সিংড়ায় একটি বহুতল ভবন নির্মাণ পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ সময় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের ভাইস চেয়ারম্যান ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং ইউনিটের সাধারণ সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন।


    এর আগে প্রতিমন্ত্রী চলনবিল মহিলা ডিগ্রি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন। সকাল ও বিকালের ত্রাণ বিতরণ কার্যক্রমে উপকৃত হয়েছেন প্রায় এক হাজার পরিবার।

    উল্লেখ্য, সিংড়া পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728