বাঘায় প্রধানমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ ||rajshahirdorpon24
বাঘায় প্রধানমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় প্রধানমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির ঐচ্ছিক তহবিল হতে আর্থিক সহায়তার নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্টানিকভাবে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়। মোট ৭ লক্ষ ৬১ হাজার টাকার ।
উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে চিকিৎসা বাবদ দুই লক্ষ ৩০ হাজার টাকার চেক ৪ জনের মাঝে বিতরণ করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তহবিল থেকে দুই লক্ষ ৫ হাজার টাকার চেক, ৬টি মসজিদ, কবরস্থান, স্ব¯œানঘাট, মন্দিরে দেওয়া হয়। স্ব প্রতিষ্ঠানের প্রধানরা এই চেক গ্রহন করেণ। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে নগদ দুই লক্ষ ২৬ হাজার টাকা ৫৪ জন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে চেক ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা প্রমুখ।##
No comments