Header Ads

  • সর্বশেষ খবর

    দুই বান্ধবীর এক প্রেমিক, অতঃপর একই দড়িতে আত্মহত্যা দু’জনের ||rajshahirdorpon24

    দুই বান্ধবীর এক প্রেমিক, অতঃপর একই দড়িতে আত্মহত্যা দু’জনের ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    রিয়া ও পপিতা, দুই বান্ধবী। বয়সের খুব বেশি ফারাক নেই। সারাক্ষণই থাকতো একসঙ্গে। শুধু রাতে যে যার বাড়িতে ঘুমোতো।


    আবার দুইজনই জড়িয়েছিলেন একই যুবকের প্রেমে। অতঃপর জীবনের নানা সমস্যার সাথে মিলিয়ে মানসিক দ্বন্দ্বে দুজনে আত্মহত্যাও করল একই দড়িতে।


    ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালি থানার বোনালী এলাকায়।

    বগুলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়া বিশ্বাস (২৩) আর সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয়া পপিতা বিশ্বাস (১৯) একইসাথে এক দড়িতে আত্মহত্যা করে পপিতার বাড়িতে।


    এসময় দু’জনের কাছ থেকেই মিলেছে সুইসাইড নোট।
    রিয়া তার চার পাতার সুইসাইড নোটে লিখেছে তার জীবনের নানা কথা। একটু বেপরোয়া স্বভাবের রিয়ার সাথে মনোমালিন্য ছিল পরিবারের। তার সুইসাইড নোটের শেষ বাক্য ছিল ‘নানাকারণে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তাই আত্মহত্যার পথ বেছে নিলাম। ’


    আর পপিতার সুইসাইড নোটে নানা সমস্যার পাশাপাশি উল্লেখ করা হয়েছে পরিবারের আর্থিক অনটনের কথা।

    সূত্র:bd protidin

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728