Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ভ্রাম্যমান কাপড় ব্যবসায়ীর মৃত্যু! ||Rajshahirdorpon24

    বাঘায় ভ্রাম্যমান কাপড় ব্যবসায়ীর মৃত্যু! ||Rajshahirdorpon24

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
    রাজশাহীর বাঘায় ওয়াসিম হোসেননামের এক ভ্রাম্যমান কাপড়ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবারসকাল ১১টায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা মোড়েতারমৃত্যু হয়।


    জানাযায়, কুষ্টিয়া সদরের হরিপুর মহল্লার আবদুস সামাদের ছেলেওয়াসিম হোসেন (৪৫) দীঘদিন থেকে বাউসাএলাকায়ভ্রাম্যমানহিসেবেছিটকাপড়েরব্যবসাকরেআসছিলেন। সোমবার গ্রামে গ্রামে ঘুরেক্লান্তহয়েসকাল১১টার দিকেপীরগাছা মোড়ের এক বাঁশের মাচার উপর বসে নিজেকে ঝিমিয়ে নিচ্ছিলেন। এ সময় সে হটাৎ অসুস্থ হয়ে ওই বাঁশের মাচার উপরই মৃত্যু হয়।


    এ বিষয়ে মৃতওয়াসিম হোসেনের ভাইজসিম উদ্দিন বলেন, আমার ভাইবাঘাএলাকায় ভ্যাম্যমান হিসেবে ছিটকাপড়ের ব্যবসাকরে। কয়েকদিন আগেবাড়ি থেকে এই এলাকায়এসেছে। সে কোন কোন সময়ে বিভিন্ন প্রতিষ্টানের বারান্দায় আবার কোন সময়ে সুহৃয় ব্যক্তির বাড়ি থাকে। সকালহলেই কাপড়ের গিট নিয়ে এলাকায় ঘুরেঘুরে ব্যবসা করে।


    এ বিষয়ে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। তার আতœীয়দের খবর দেয়া হয়েছে। তারাএসেলাশনিয়ে গেছে।


    বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এব্যাপারে খোঁজ খবর নিয়েজানা গেছে,তার স্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728