Header Ads

  • সর্বশেষ খবর

    ডুবচরে ফেরি আটকে কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় চলাচল বন্ধ ||rajshahirdorpon24

    ডুবচরে ফেরি আটকে কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় চলাচল বন্ধ ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রচণ্ড স্রোত ও নাব্য সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। এরই মধ্যে মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্প ড্রেজিং চ্যানেলে একটি রো রো ফেরি ডুবোচরে আটকে গেলে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়া ফেরিতে ৫টি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ২১টি হালকা পরিবহন এবং প্রায় ২৫টি মোটরসাইকেল রয়েছে। ওই ফেরিতে থাকা ৩ শতাধিক যাত্রী রাত থেকে দুর্ভোগে পড়েছেন।


    এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধারের জন্য দুইটি উদ্ধারকারী জাহাজ তৎপরতা চালিয়ে যাচ্ছে। বুধবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকে পড়া ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমদ আলী।


    কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম মিয়া জানান, মঙ্গলবার রাত ৮টা থেকে বিকল্প ড্রেজিং চ্যানেলে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকে আছে। ফলে রাত থেকেই এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728