Header Ads

  • সর্বশেষ খবর

    মেসির ক্যারিয়ারে ৭০০ গোল ||rajshahirdorpon24

    মেসির ক্যারিয়ারে ৭০০ গোল ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মঙ্গলবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৫০ মিনিটে গোল আদায় করেন এই সুপারস্টার। স্পট কিক থেকে করা গোলেই অনন্য মাইলফলক গড়েন ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। ক্যারিয়ারে ৭০০ গোলের হয়ে যান তিনি।


    মেসির এই ৭০০ গোল ক্লাব ও জাতীয় দল মিলে। যার মধ্যে ৬৩০ গোল এসেছে বার্সার জার্সিতে, মোট ৭২৪ ম্যাচে। আর বাকি ৭০ গোল দেশের হয়ে ১৩৪ ম্যাচে।


    নিজ ক্লাব ও জাতীয় দল- দুই ক্ষেত্রেই মেসি সর্বোচ্চ গোলস্কোরার।


    ২০১২ সালেই বার্সা কিংবদন্তি সিজার রদ্রিগেজকে (২৩২ গোল) পেছনে ফেলে রেকর্ডটি নিজের করেন। আর ২০১৬ সালে গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫২ গোল) পেছনে ফেলেন।
    ৭০০ গোলের কীর্তিটা আগেই পেয়ে যেতে পারতেন মেসি। কিন্তু শেষ তিন ম্যাচে গোল না পাওয়ায় অপেক্ষা বাড়ে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728