গৃহকর্মী ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেফতার ||rajshahirdorpon24
গৃহকর্মী ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেফতার ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে গৃহকর্মীকে রাতভর ধর্ষণের অভিযোগে পারভেজ (৩২) নামে এক প্রবাসীকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী সরকারি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতে ইউনিয়নের দক্ষিণ খানে কিশোরী ঘরের বাইরে এরে মুখ চেপে পাশের একটি ঘরে নিয়ে মুখ বেঁধে রাতভর ধর্ষণ করেন পারভেজ। বুধবার এ ঘটনায় ফেনী মডেল থানায় পারভেজকে একমাত্র আসামি করে মামলা করা হয়।
পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।
পারভেজ দক্ষিণখান এলাকার মৃত মকবুল হকের ছেলে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, পারভেজ দীর্ঘদিন যাবত প্রবাসে ছিলেন। এর আগেও তিনি এলাকায় নারীদের উত্ত্যক্তসহ নানা অপকর্ম করে বেড়াতেন বলে তাদের অভিযোগ।
No comments