Header Ads

  • সর্বশেষ খবর

    বিস্ময়ের রবিবার, দেখা যেতে পারে পাঁচ গ্রহ! ||Rajshahirdorpon24

    বিস্ময়ের রবিবার, দেখা যেতে পারে পাঁচ গ্রহ! ||Rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড একটি বিরাট রহস্য। এর নানা রহস্য ভেদ করতে অনবরত গবেষণায় মগ্ন বিশেষজ্ঞরা। মহাবিশ্বে নানা সময়ে ঘটে যাওয়া নানা বিস্ময়কর ঘটনা টেলিস্কোপের মাধ্যমে নতুবা খালি চোখে দেখেন বিশ্ববাসী। 


    এবার রবিবার এক বিস্ময় দেখতে পারবেন বিশ্ববাসী।
    ওই দিন পাঁচটি গ্রহ আকাশে দেখা যাবে।দাবি করা হচ্ছে, রবিবার চাঁদের সঙ্গে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ দেখা যাবে। 
    মহাকাশ গবেষক জেফরি হান্ট সংবাদমাধ্যম Cnet-কে জানান, সূর্য ওঠার ঘণ্টা খানেক আগে উজ্জ্বল নক্ষত্রের মতো বুধ, মঙ্গল, শনি ও বৃহস্পতি গ্রহকে দেখা যাবে। বুধকে দেখা যাবে আকাশের উত্তর-উত্তরপশ্চিম দিকে, দক্ষিণ-পূর্বে দেখা যাবে মঙ্গল গ্রহকে ও দক্ষিণ-পশ্চিমে বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা যাবে।


    ভাগ্য ভালো থাকলেও টেলিস্কোপের সাহায্য ছাড়াই অর্থাৎ খালি চোখে দেখা যেতে পারে এই গ্রহ গুলো।##

    সূত্র : bdprotidin

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728