চট্টগ্রাম থেকে রাজশাহীতে আসা শিশু বৃষ্টি এক বছর পরে পেলো বাবা-মাকে ||rajshahirdorpon24
চট্টগ্রাম থেকে রাজশাহীতে আসা শিশু বৃষ্টি এক বছর পরে পেলো বাবা-মাকে ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম থেকে রাজশাহীতে আসা শিশু বৃষ্টি (৮) এক বছর পরে খুঁজে পেলো তার বাবা-মাকে। আজ রবিবার তার বাবা-মায়ের কাছে তাকে ফিরিয়ে দেয়া হয়। তার বাবার নাম রাসেল। মা ফারজানা বেগম। মহল্লা আইস ফ্যাক্টরী মোড়, স্টেশন কলোনী, চট্রগ্রাম।
নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, প্রায় এক বছর আগে চট্রগ্রাম থেকে হারিয়ে যায় বৃষ্টি। সে যেকোনভাবে রাজশাহীতে আসে এবং এই দীর্ঘ সময় রাস্তা-ঘাটে ভিক্ষা করে দিন কাটায়। মেয়েটিকে পেয়ে ইন্সপেক্টর (তদন্ত) মাহবুব আলম এবং এসআই মোঃ আলী আকবরকে অনুসন্ধান করার জন্য দায়িত্ব দেয়া হয়।
ইন্সপেক্টর (তদন্ত) জনাব মাহবুব আলম সংশ্লিষ্ট সব ধরনের কৌশল অবলম্বন করে শিশুটির দেয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে তার প্রকৃত পিতা মাতাকে খুঁজে বের করেন।
শেষে আজ অদ্য দুপুর ১২ টার সময় তার মা ফারজানা ও বাবা রাসেলের কাছে তাকে হস্তান্তর করা হয়।
তারা বোয়ালিয়া মডেল থানায় এসে এক বছর পূর্বে সুদূর চট্রগ্রাম থেকে হারিয়ে যাওয়া মেয়েকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বৃষ্টিকে তার পিতা মাতার নিকট হস্তান্তরসহ তাদেরকে চট্রগ্রামে ফেরার সুব্যবস্থা করে বোয়ালিয়া থানা পুলিশ।##
No comments