পুঠিয়ায় কৃষক গ্রুপের মাঝে অনুদানের কৃষি উপকরণ বিতরণ ||rajshahirdorpon24
পুঠিয়ায় কৃষক গ্রুপের মাঝে অনুদানের কৃষি উপকরণ বিতরণ ||rajshahirdorpon24 |
পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার এনএটিপি-২ প্রকল্পের আওতায় গঠিত ২ টি সিআইজি কৃষক গ্রুপের মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ অনুদানের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে বেলপুকুর ইউনিয়ন পরিষদ চত্তরে পুঠিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া উপস্থিত থেকে উত্তর কাজিরপাড়া ও ভাংড়া সিআইজি সদস্যদের মাঝে ৪ টি পাওয়ার টিলার, ৪ টি পাওয়ার থ্রেসার, ৪ টি ফুট পাম্প স্পেয়ার ও ২ টি লো লিফট পাম্প তুলে দেন সিআইজি কৃষক গ্রুপের মাঝে ।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম। উপসহকারী কৃষি অফিসার মোঃ মোক্তাদেরুল হক, মেম্বার মিন্টু, সাংবাদিক মোহাম্মদ আলী এবং মনিরুল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।##
No comments