বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত ||rajshahirdorpon24
বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ছৈয়দ আলম (৩৫) নামের এক রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত ছৈয়দ একজন চিহ্নিত মাদক কারবারি।
রোববার ভোররাত ৪টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার সৈয়দ আহমদের ছেলে।
ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, ১টি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ‘টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে বিজির বিশেষ একটি টহলদল অবস্থান নেয়। এসময় দূর থেকে দুইজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় তারা। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে নাফনদী সাঁতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।’
তিনি জানান, ‘তাৎক্ষণিক টহলদলটি তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা কারবারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলি চালাতে থাকে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা চলায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জরুরি চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।##
No comments