চারঘাটে সুস্থ হয়েছে ৪৬ দশমিক ৪২ ভাগ করোনা রোগী ||rajshahirdorpon24
চারঘাটে সুস্থ হয়েছে ৪৬ দশমিক ৪২ ভাগ করোনা রোগী ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪৬ দশমিক ৪২ ভাগ রোগী সুস্থ হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ৩ দশমিক ৫৭ ভাগ। স্বাস্থ্য কর্মকর্তা বলছে, উপজেলায় সুস্থতার হার অন্যান্য জায়গার তুলনায় সন্তোষজনক।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলায় মোট ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ০১ জন। বর্তমানে ১৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়া রোগীরা বেশিরভাগ বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন।
গত ২৯ মে (শুক্রবার) চারঘাট উপজেলায় ঢাকা থেকে আসা এক নারীর শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকেই পর্যায়ক্রমে সংখ্যা বাড়তে থাকে। গতকাল বুধবার পর্যন্ত শনাক্তের সংখ্যা ২৮ জন। চারঘাটে করোনা শনাক্তের প্রায় সবাই বাহিরের জেলা থেকে আসা।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান জানান, অন্যান্য উপজেলার তুলনায় চারঘাটে সুস্থতার হার সন্তোষজনক। ২৮ জন শনাক্তের ১৩ জন সুস্থ হয়েছে। মুনসুর নামে এক ব্যক্তি করোনায় মারা গেছে। তবে তিনি দীর্ঘ দিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন।##
No comments