নওগাঁয় ৬টি মোটরসহ চোর চক্রের ২সদস্য আটক||rajshahirdorpon24
নওগাঁয় ৬টি মোটরসহ চোর চক্রের ২সদস্য আটক||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
সাড়ে ৫৬ হাজার টাকা মূল্যের ৬টি মোটর ও বৈদ্যুতিক তারসহ চোর চক্রের ২সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার চকাদিন নিমতলী গ্রামের মৃত খয়ের আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৩) একই উপজেলার চকাদিন মোল্লাপাড়া গ্রামের মোহসীন প্রামানিকের ছেলে শাহিনুর প্রামানিক (২৪)।
এবিষয়ে বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির (ওসি) কেএম শামসুদ্দিনের নেতৃত্বে এসআই মহসিন রেজা, মোস্তফা কামাল, এএসআই ফেরদৌস আলী, মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার নিজ এলাকা থেকে বিকেলে তাদেরকে আটক করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে, তাদের দখল হতে ৫৬ হাজার ৫শ টাকা মূল্যের ৬টি হর্স মোটর ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল রানীনগর থানায় দন্ডবিধি আইনের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর ৭।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুরাইয়া আক্তার, ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন প্রমুখ।##
No comments