Header Ads

  • সর্বশেষ খবর

    সনদের দাবিতে আমরণ অনশনে শিক্ষানবিশরা, অসুস্থ ৭ ||rajshahirdorpon24

    সনদের দাবিতে আমরণ অনশনে শিক্ষানবিশরা, অসুস্থ ৭ ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই সনদের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। অনশনরত সাতজন শিক্ষানবিশ আইনজীবী অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি তাদের।


    পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে বাংলাদেশ বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে ও সুপ্রিম কোর্ট চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একইদিন বিকেল থেকে সুপ্রিম কোর্ট চত্বরে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা।


    জানা যায়, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ও ভাইভা মওকুফ করে আইনজীবী হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে হাইকোর্ট চত্বরে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা।
    সনদের দাবিতে আমরণ অনশনে শিক্ষানবিশরা, অসুস্থ ৭


    চলতি বছর প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ১২ হাজার ৮৪৮ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অপেক্ষায় আছেন। এছাড়াও ৫০ হাজারেরও বেশি শিক্ষানবিশ আইনজীবী পরবর্তী এমসিকিউ পরীক্ষায় অংশ নেয়ার জন্য অপেক্ষায় করছেন।


    জানা গেছে, দীর্ঘ পাঁচ বছরে একটি মাত্র এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন হওয়ায় এবং বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে শিক্ষানবিশ আইনজীবীরা মানবেতর জীবনযাপন করছেন।

    শিক্ষানবিশরা বলেন, আমরা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ এনরোলমেন্ট প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষায় ২০১৭ সালের ২১ জুলাই এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তীর্ণ হই। দীর্ঘ প্রায় তিন বছর বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি।


    তারা বলেন, উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ২০১৮ ও ২০১৯ সালে কোনো পরীক্ষা হয়নি। তবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হওয়ার পর বর্তমান করোনাভাইরাস বৈশ্বিক মহামারির কারণে লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে যায়। এমন অবস্থায় মানবিকভাবে বিবেচনা করে লিখিত পরীক্ষা মওকুফ করে অথবা লিখিত ও ভাইভা উভয় পরীক্ষা মওকুফ করে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ উত্তীর্ণদের গেজেট প্রকাশ করে সনদের প্রদানের জন্য দাবি জানাচ্ছি।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728