এবার ঈদে বাড়ছে না ট্রেন, টিকিট ছাড়া ঢোকা যাবে না স্টেশনে ||rajshahirdorpon24
ফাইল ফটো এবার ঈদে বাড়ছে না ট্রেন, টিকিট ছাড়া ঢোকা যাবে না স্টেশনে ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেজন্য দেশের বড় স্টেশনগুলোতে নিয়ন্ত্রণ (এক্সেস কন্ট্রোল) করার জন্য বেড়া দেওয়ার প্রকল্পের কাজ চলছে।
মন্ত্রী আজ শনিবার পরিদর্শন ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেলস্টেশন পরিদর্শন করার সময় এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বিমানবন্দর রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংস্কার কাজ ও স্টেশনের সীমানা ঘেরাও নির্মাণকাজ পরিদর্শন করেন। এখানে প্লাটফর্মের উচ্চতা ট্রেনের উচ্চতার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
সেখান থেকে মন্ত্রী পরে গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘জয়দেবপুর থেকে ঈশ্বরদী ও জামালপুর পর্যন্ত ডাবল লাইন হবে। এ ছাড়া, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ফোর লাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঈদুল আজহায় ট্রেন বাড়ছে না। যেভাবে এখন চলছে সেভাবেই চলবে।’
মন্ত্রী সেখান থেকে পরে টঙ্গী রেলস্টেশন এবং নরসিংদী রেলস্টেশন পরিদর্শন করেন।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।##
No comments