Header Ads

  • সর্বশেষ খবর

    চাকরির নামে প্রতারণা : রিমান্ড শেষে কারাগারে ||rajshahirdorpon24

    চাকরির নামে প্রতারণা : রিমান্ড শেষে কারাগারে ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    ইভারওয়ে সিকিউরিটি প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার ইসমাইলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


    সোমবার দুইদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    কদমতলী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


    এর আগে শুক্রবার (৩ জুলাই) এ ঘটনায় সাতজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ইসমাইলের দুইদিন ও মোসলেম উদ্দিন ওরফে রানা (৩০) এবং জালাল উদ্দিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    অপরদিকে শরিফ হোসেন (২০), শবনম আক্তার (৩২), সুমাইয়া আক্তার রিভা (১৮) ও বিথী আক্তারের (৩০) রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


    বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার কদমতলী থানার দনিয়া এলাকায় ইভারওয়ে অফিসে অভিযান চালিয়ে প্রতারকচক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র্যাব। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করত এ চক্রটি। ওই অফিস থেকে চাকরি প্রত্যাশী ৬০ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করা হয়।##

    সূত্র: jagonews

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728