Header Ads

  • সর্বশেষ খবর

    শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ব্যাংকে ||rajshahirdorpon24

    শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস ব্যাংকে ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    বেসরকারি এমপিওভুক্ত ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বোনাসের চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


    মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের টাকা সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) পাঠানো হয়েছে। ৮টি চেকের মাধ্যমে এই অর্থ জমা দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত উত্তোলন করা যাবে।


    এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশে জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।


    অধিদফতর সূত্রে জানা গেছে, আগামী ১ আগস্ট সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728