আরও ৬ জনসহ বাঘায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ ! ||Rajshahirdorpon24
আরও ৬ জনসহ বাঘায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ ! ||Rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় আরও ৬জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১ জনে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৬ জন।
এরা হলেন- বাঘা সদরের বাসিন্দা, ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সিনিয়র ইনভেস্টিগেশন অফিসার আবু রায়হান ও ক্যাশিয়ার জহুরা খাতুন, বানিয়াাপাডা গ্রামের আবদুর রশিদের ছেলে রবিন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের নার্স দিলরুবা বেগম, ড্রাইভার শরিফুল ইসলাম, কর্মচারী ফারুক আহম্মেদ। ১৪ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরীক্ষা শেষে ৬ জনের রেজাল্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে সূত্রে এই তথ্য জানা গেছে।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আখতারুজ্জামান বলেন, ৬ এপ্রিল থেকে ১১ জুলাই পর্যন্ত ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন আক্রান্ত ওই ৬জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪১ জনে। উপসর্গ ও করোনা পজেটিভে মারা গেছে ২জন। সুস্থ হয়েছেন ১৬ জন, চিকিৎসাধীন রয়েছে ২৩ জন। ##
No comments