জয়পুরহাটে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুট ||rajshahirdorpon24
জয়পুরহাটে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ৮ লাখ টাকা লুট ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই গ্রামে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে ৭ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর ৪টার দিকে ওই গ্রামের মোফাজ্জল হোসেন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোফাজ্জল হোসেন তাহাজ্জুতের নামাজ আদায় করে প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রধান গেট খোলেন। এ সময় ওঁৎপেতে থাকা চার জনের একটি দল অস্ত্রের মুখে তাকে ঘিরে ফেলে।
পরে ঘরে রাখা সিন্দুকের কাছে নিয়ে গিয়ে তাকে বাধ্য করে সিন্দুকটি খুলতে। এ সময় সিন্দুকে রাখা ৭ লাখ ৭০ হাজার টাকা লুটে নেয় চক্রটি।
মোফাজ্জল হোসেন তালুকদার জানান, কয়েক বছরের জমানো টাকা সিন্দুকে রেখেছিলাম। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করবো।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, বিষয়টি জেনেছেন দ্রুত ব্যবস্থা নিবেন। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ হয়নি।##
No comments