Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়ায় দাড়িঁয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১ ||rajshahirdorpon24

    পুঠিয়ায় দাড়িঁয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১ ||rajshahirdorpon24

    পুঠিয়া প্রতিনিধি:
    রাজশাহীর পুঠিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে  আরেক ট্রাকের ধাক্কার ঘটনায় একজন নিহত ও একজন আহতের ঘটনা ঘটেছে।


    আজ (২৪ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ঝলমলিয়া হাটের পাশে একটি তেল পাম্পের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।


    মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে পুলিশ শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল কুমার নন্দি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি মালবোঝাই ট্রাক (নং- ঢাকা মেট্রো ট-১৩-৫৭৫১) উপজেলার ঝলমলিয়া এলাকায় দাড়িয়ে ছিলো । একই দিক গামী অন্য একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দাড়িয়ে থাকা ট্রাকের হেলপারের আসনে বসা ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের আসনে বসে থাকা আরো একজন আহত হয়েছেন। তবে তাদের দু’জন কারোই পরিচয় পাওয়া যায়নি।


    ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বলেন, সম্ভবত ধাক্কা দেয়া ট্রাকের চালক ঘুমাচ্ছিলেন ফলে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা মরদেহ ও ট্রাকটি উদ্ধার করেছি এবং ট্রাকের মালিককে খবর দিয়েছি তারা এলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728