বাঘায় সাংবাদিকসহ আরও ৮ জনের করোনা পজেটিভ ||rajshahirdorpon24
বাঘায় সাংবাদিকসহ আরও ৮ জনের করোনা পজেটিভ ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় এক সাংবাদিকসহ আরও ৮ জনের করোনা রেজাল্ট পজেটিভ এসেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তরা হলেন- বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ইত্তেফাক,স্থানীয় দৈনিক সানশাইনের বাঘা প্রতিনিধি নুরুজ্জামান, আবদুস সালাম, সৈকত আহম্মেদ, তায়জুল ইসলাম, তানিয়া খাতুন, আবদুর রহিম, সামিমা আক্তার, আকরাম হোসেন। ২৬ জুলাই রাত সাড়ে ৯টায় তাদের করোনা পজেটিভ রেজাল্ট পাওয়া যায়।
গত ২০ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে প্রেরণ করা হয়। সোমবার (২৭ জুলাই’২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে উপজেলা নির্বাহি অফিসার,চিকিৎসক দম্পতিও নার্স সহ আক্রান্ত হয়েছে ৫৩জন।
স্বাস্থ্য কমপ্লেক্রে সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬১ জনে। সুস্থ্য হয়েছেন ১৬ জন এবং চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এদিকে সাংবাদিক নুরুজ্জামানসহ করোনায় আক্রান্তদের রোগ মুক্তি কামনা করেছে বাঘা প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সকল সদস্যগন।##
No comments