রাস্তার সীমানা নিয়ে ভাতিজার হামলায় চাচা নিহত ||rajshahirdorpon24
রাস্তার সীমানা নিয়ে ভাতিজার হামলায় চাচা নিহত ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হামলায় জিতু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ওই গ্রামের মৃত হাজী আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ জানায়, রাস্তার সীমানা নিয়ে জিতু মিয়ার সঙ্গে তার ভাতিজা জিয়া উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকাল ৯টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় জিয়া উদ্দিনের হামলায় জিতু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
চুনারুঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তার সীমানা নিয়েই খুনের ঘটনাটি ঘটেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।##
No comments