রাজশাহীতে করোনা আক্রান্ত বাড়ল আরও ৫৪ জন ||rajshahirdorpon24
রাজশাহীতে করোনা আক্রান্ত বাড়ল আরও ৫৪ জন ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
চিকিৎসক নার্স ও পুলিশসহ রাজশাহীর আরও ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত নিয়ে রাজশাহীতে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৯ জন। এর মধ্যে নগরীতে ১১৩৯ জন।
এ দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে রাজশাহীর ৪৫ জনের করোনা শনাক্ত হয়। আর রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে শনাক্ত হন রাজশাহীর ৯ জন।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৪৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হন। এর মধ্যে একজনের বাড়ি নওগাঁ। বাকি ৪৫ জন আছেন রাজশাহীতে।
এদের মধ্যে ১১ জন রামেক হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ অন্যান্য কর্মী, ৫ জন হাসপাতালের রোগী, নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ১৫ জন, তিনজন রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের রোগী, পুলিশ সদস্য ছয়জন এবং একজন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এছাড়া শনাক্তদের মধ্যে তিনজনের বাড়ি তানোর উপজেলা এবং একজনের বাড়ি বাগমারা।
অন্যদিকে রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৫ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। সাতজনের বাড়ি নাটোর। আর বাকি নয়জন রাজশাহী মহানগরীর বাসিন্দা।
নতুন ৫৪ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬৯ জনে দাঁড়াল। স্বাস্থ্য বিভাগের হিসাবে রাজশাহীতে এ পর্যন্ত ১৩ জনের প্রাণ গেছে করোনায়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫৭ জন।
রাজশাহীতে ১৪৬৯ জনের মধ্যে নগরীতে এলাকার ১১৩৯ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ২৩, চারঘাটে ৩১, পুঠিয়ায় ১৯, দুর্গাপুরে ১৭, বাগমারায় ৩৮, মোহনপুরে ৫১, তানোরে ৪৫, পবায় ৯২ এবং গোদাগাড়ীতে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়।
রাজশাহী সিভিল সার্জন দপ্তরের তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত রাজশাহী নগরে ছয়জন, পবায় তিনজন, চারঘাটে দুইজন এবং বাঘা ও মোহনপুর একজন করে ১৩ জন মারা যান। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৬০ জন।
এর মধ্যে নগরীতে ১৩৮ জন, বাঘায় ১০ জন, চারঘাটে ১৩ জন, পুঠিয়ায় ১২ জন, দুর্গাপুরে ছয়জন, বাগমারায় ১৬ জন, মোহনপুরে ৩২ জন, তানোরে ১৭ জন, পবায় ১৫ জন ও গোদাগাড়ীতে একজন। আর চিকিৎসাধীন রয়েছেন ১১৪২ জন। এর মধ্যে হাসপাতালে ১৩ জন। বাকিরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।##
No comments