দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু! ||Rajshahirdorpon24
দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু! ||Rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী দুর্গাপুরে বাড়ি ফেরার পথে সম্রাট হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরানতাহিরপুর কাঁচারিপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী।
গতকাল শুক্রবার (১৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর উপজেলার ও বাগমারা উপজেলার সামীন্তবর্তী মোহনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যার আগে তিনি ব্যবসায়িক কাজে হাট কানপাড়া বাজার হতে তার ব্যবহিৃত মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে মোহনগঞ্জ বাজার মাদরাসা মোড়ে তার মোটরসাইকেলটি নিয়নন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোলের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ শনিবার সকাল ১০টায় সম্রাটকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা।##
No comments