রাজশাহীতে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ ||rajshahirdorpon24
রাজশাহীতে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে এক কেজি ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আবদুর রশিদ (২০)। জেলার তানোর উপজেলার ধানুরা সরদারপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম আকবর আলী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাইক্রোবাসে চড়ে রশিদ রাজশাহী শহর থেকে গোদাগাড়ীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে রশিদকে মাইক্রোবাস থেকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে রশিদ জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরেই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। হেরোইনগুলো বিক্রির জন্য তিনি গোদাগাড়ী যাচ্ছিলেন।
র্যাব জানায়, এ ঘটনায় রশিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।##
No comments