Header Ads

  • সর্বশেষ খবর

    করোনা জয় করেছেন ১০ হাজার ৭৬ পুলিশ সদস্য ||rajshahirdorpon24

    করোনা জয় করেছেন ১০ হাজার ৭৬ পুলিশ সদস্য ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    করোনায় আক্রান্ত ১৩ হাজার ৩১৬ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ হাজার ৭৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫৩ জন সদস্য মারা গেছেন। তবে সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।


    বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের সূত্র জানায়, মোট আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই আছেন ২ হাজার ৪৮৯ জন।


    এদিকে, গতকাল নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৬০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৬ হাজার ৭৫১টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৪ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ১৯ দশমিক ৮০ শতাংশ।


    করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৬২ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৭২৫ জন।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728