Header Ads

  • সর্বশেষ খবর

    পুঠিয়াতে নাবালিকা ভাতিজিকে নিয়ে চাচা উধাও ||rajshahirdorpon24

    পুঠিয়াতে নাবালিকা ভাতিজিকে নিয়ে চাচা উধাও ||rajshahirdorpon24

    পুঠিয়া প্রতিনিধি:
    পুঠিয়ায় চাচা প্রতিবেশী ভাতিজিকে নিয়ে উধাও হয়েছে। গত রবিবার সকাল আটটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের এ ঘটনা ঘটে।


    এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার রঘুরামপুর গ্রামের মকবুল হোসের ছেলে লিটন আলী (৩৫) পাইপ মিস্ত্রির কাজ করে। লিটন আলীর বাড়ি সংলগ্ন প্রতিবেশী কোরবান আলীর সাথে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক। সেই সম্পর্কে লিটন আলী প্রতিবেশী কোরবান আলীর বাড়িতে যাতায়াত করতেন দীর্ঘ দিনের। যাতায়াতের একপর্যায়ে কোরবান আলীর দ্বিতীয় মেয়ে (১৩) এর সাথে লিটন আলীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক সমাজে ভালো চোখে দেখবে না ভেবে চাচা লিটন আলী প্রতিবেশী ভাতিজি (১৩) কে নিয়ে নিরুদ্দেশ হয়। পরে পরিবার তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখোজি শুরু করে।


    অনেক খোজাখোজির এক পর্যায়ে পরিবার জানতে পরে তার প্রতিবেশী চাচা লিটন আলী নিরুদ্দেশ হয়েছে তাকে নিয়ে। নিরুপাই হয়ে (১৩) বাবা কোবারন আলী পুঠিয়া থানায় গত ০৬ জুলাই লিটন আলীকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে।


    পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে থানায়। এ ধরনের আপহরণের বেশীর ভাগ মামলায় দেখা যায় দুইজন সম্পর্ক করে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলেছে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728