বাঘার ট্রাকের ধাক্কায় ভিক্ষুক নিহত ||rajshahirdorpon24
বাঘার ট্রাকের ধাক্কায় ভিক্ষুক নিহত ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ট্রাকের ধাক্কায় একজন ভিক্ষুক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আড়ানী পৌরবাজারের তালতলার তিন রাস্তার মোড়ে এই ঘটনাটি ঘটেছে। নিহত ভিক্ষুক শাহাজান শাহা (৫৫) বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মৃত ফয়েজ শাহার ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৬ টার দিকে আড়ানী পৌর বাজারে ভিক্ষা করে নিজ বাড়ি ফিরছিল। এমন সময় একটি ট্রাক আড়ানী ষ্টেশন রোড দিয়ে বাজারের দিকে আসছিল। ট্রাকটি আড়ানী পৌরবাজারের তালতলার তিন রাস্তার মোড় অতিক্রম করার সময় পেছনের চাকায় ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছে।
এ বিষয়ে নিহতের স্ত্রী মিনু বেগম জানান, আমি স্বামীকে নিয়ে অন্যের জমিতে বসবাস করি। আমার স্বামী অসুস্থ্য, তারপরেও পেটের দায়ে ভিক্ষা করে। আমার কোন ছেলে সন্তান নেই। তিনটি মেয়ে রয়েছে।
বাঘা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ##
No comments