Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটের ৬ জনসহ রাজশাহীর আরও ৩২ জনের করোনা শনাক্ত ||rajshahirdorpon24

    চারঘাটের ৬ জনসহ রাজশাহীর আরও ৩২ জনের করোনা শনাক্ত ||rajshahirdorpon24

    নিজস্ব প্রতিবেদকঃ 
    রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আরও ৫১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।


    রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, এ দিন ল্যাবে রাজশাহীর ১১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জের ৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৯টি নমুনার রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

    রাজশাহীর ৩২ জনের মধ্যে একজন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার ২০ জন, সিভিল সার্জনের কার্যালয়ের তিনজন, জেলার বাঘা উপজেলার দুইজন, মোহনপুরের দুইজন, দুর্গাপুরের একজন এবং চারঘাটের ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ১৯ জনের দুইজনের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। বাকিরা সদর উপজেলার বাসিন্দা।


    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।


    রাজশাহীর নতুন ৩২ জন শনাক্ত হওয়ায় জেলা ও মহানগরে মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার তিনজন। এর মধ্যে ২ হাজার ২১২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩২ জন। চাঁপাইনবাবগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৮৮ জন। এ জেলায় ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন, মারা গেছেন ১০ জন।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728