বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু !||rajshahirdorpon24
বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মৃত্যু !||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার বসন্তপুর জামাদান্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন ডলার (৩০) রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ গ্রামে তার বাড়ি।
বাবার নাম জমির উদ্দিন। ডলার একটি ওষুধ কোম্পানিতে চাঁপাইনবাবগঞ্জে চাকরি করেন।
তার স্বজনেরা জানান, দুই মাস আগে ডলারের বিয়ে হয়েছে। গত সোমবার বিয়ের অনুষ্ঠান হয়েছে।
ঈদ ও বিয়ের আনুষ্ঠানিকতার ছুটি শেষে তিনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সকালে বৃষ্টি হচ্ছিল। সে কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।##
No comments