বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ||rajshahirdorpon24
![]() |
বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধুর সহধর্মিণী ও প্রধানমন্ত্রীর মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে রাজধানী বনানীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (৮ আগস্ট) সকাল নয়টার দিকে প্রথমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে সিনিয়র নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
আরো পড়ুন:সড়ক দুঘটনায় নিমিষেই এভারেস্ট জয়ের স্বপ্ন শেষ
এরপর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্য বিধি মেনে কবরস্থানে আসার নির্দেশনা থাকলেও বেশীরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি।
শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা।##
No comments