চারঘাটে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা ||rajshahirdorpon24
![]() |
চারঘাটে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা || rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাট উপজেলায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সানি (২৫)। তিনি পুঠিয়া উপজেলার থান্দারপাড়া গ্রামের সমেজ আলীর ছেলে। সানি নাটোরে কলেজে পড়াশোনা করতেন।
আরো পড়ুন:বঙ্গমাতার জন্মবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাইদুর প্রামানিক জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন সানি। সকালে এলাকার একটি বিলের পাশে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
ওসি আরও বলেন, কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তবে এ পর্যন্ত কেউ আটক নেই।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।##
No comments