দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের ||rajshahirdorpon24
দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার।
নিহত আলী হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের রফিক মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত ইমাম আলী (২২), সোহান (২০) ও সজিব (২০) নামের তিন যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে জেলা শহরের টি.এ রোডস্থ উড়াল সেতুতে দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় চার মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় চারজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেয়ার পথে আলী হোসেন মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।##
No comments