Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় হামলায় আহত-৫ !||rajshahirdorpon24

    বাঘায় হামলায় আহত-৫ !||rajshahirdorpon24


    বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ     
    বাঘায় পূর্বের জের ধরে মারপিট ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২-০৮-২০২০) দুপুরে উপজেলার আলাইপুর মহাজন পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। 


    স্থানীয় ভোলা নামের একজন জানান, আলাল উদ্দীনের ছেলে-শিপন তার বাড়ির অঙিনায় বসে ছিল। এসময় পূর্বের জের ধরে সাবেক ইউপি সদস্য মৃত আমিরুল মেম্বরের ছেলে রাঙাসহ একই গ্রামের মিলন ও লালন.আলোসহ আরো কয়েকজন লাঠি ও হাসুয়া নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করে। তাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে ও লাঠির আঘাতে আহত হয়,শিপনের ভাই কোমল ও পিতা আলাল উদ্দীন। তাদের উদ্ধার করে বাঘা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

    স্থানীয় আমিরুল মেম্বর জানান, পূর্বের জের ধরে রাঙাকে ধরে নিয়ে যাচ্ছিল, অপর পক্ষের শিপন ও কোমল। এনিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় রাঙা পক্ষের আজের প্রামানিকের ছেলে আব্দুর রশিদ ও জমির উদ্দীনের ছেলে সাহাদুলও আহত হয়। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদুল ফিতরের  আগের দিন সন্ধ্যার আগে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল।


    বাঘা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জনান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728