Header Ads

  • সর্বশেষ খবর

    পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ||rajshahirdorpon24

    ফাইল ফটো
    পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।


    মৃত শিশুরা হলো- বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পারভবানীপুর বালুপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে উম্মে হাবিবা (২) ও ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের রাজবংশী এলাকার আনিছুর রহমানের ছেলে ইমন (৮)। উম্মে হাবিবা বাড়ির পাশে পুকুরে এবং ইমন ইটভাটার গর্তের পানিতে ডুবে মারা যায়।

    মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার সকালে পারভবানীপুর বালুপাড়া গ্রামের বাড়ির পাশে উম্মে হাবিবা খেলা করছিল। পরে শিশুটি পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।


    অপরদিকে, শিশু ইমন তার সাথীদের সঙ্গে বাড়ির কাছে পরিত্যক্ত ইটভাটার পাশে খেলতে গেলে ডোবায় পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ইমনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ওসি ফখরুল ইসলাম।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728