বাঘায় যুবকের আত্মহত্যা ||rajshahirdorpon24
বাঘায় যুবকের আত্মহত্যা ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় গলায় দড়ি দিয়ে সান্টু আলী (৪০) নামের এক যুবক আতœহত্যা করেছে।
রোববার(১০-০৮-২০২০) রাতে নিজ ঘরের তীরের সাথে দড়ি দিয়ে সে আতœহত্যা করে। সান্টু উপজেলার পীরগাছা ফকিরপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
এ বিষয়ে সান্টুর স্ত্রী শিউলী বেগম জানান, আমার স্বামী দীর্ঘদিন থেকে মাথার যন্ত্রনায় ভূগছিলেন। আমরা স্বামী-স্ত্রী রোববার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে ঘুম থেকে না উঠায় তাকে পাশের ঘরের তীরের সাথে ঝুলতে দেখি। আমার চিৎকারে পরিবারের অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নেয়ার আগে তার মৃত্যু হয়।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে মানষিক রোগী দাবি করা হলেও কোন চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে না পারায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেেিডকল কলেজ হাসাপতালের প্রেরণ করা হয়েছে।
No comments