টাকা নিয়ে চম্পট জামাই, পাওনাদারদের চাপে শ্বশুরের আত্মহত্যা ||rajshahirdorpon24
ফাইল ফটো টাকা নিয়ে চম্পট জামাই, পাওনাদারদের চাপে শ্বশুরের আত্মহত্যা ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
পিরোজপুর পৌর শহরের মুক্তারকাঠী এলাকায় সালেক সরদার নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালেক সরদার (৬০) পিরোজপুর পৌর এলাকার মুক্তারকাঠী গ্রামের মৃত আব্দুল লতিফ সরদারের ছেলে।
নিহতের ছেলে শামীম সরদার জানান, ভগ্নিপতি মিজান হোসেন তার বাবা সালেক সরদারকে জামিনদার রেখে অনেক স্থান থেকে টাকা ধার নিয়ে পালিয়ে গেছেন। পাওনাদাররা তার বাবা সালেক সরদারকে টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর সদর থানার এসআই ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেনার টাকা পরিশোধে ব্যর্থ হয়েই সালেক সরদার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#
No comments