চারঘাটে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ||rajshahirdorpon24
চারঘাটে বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ||rajshahirdorpon24 |
আব্দুল মতিন, চারঘাট:
প্রাকৃতিক সৌন্দয্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে বৃক্ষ। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এটির গুরুত্ব অপরিসীম। দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। এদিক থেকে বাংলাদেশে বনভূমির পরিমাণ অপ্রতুল।
তাই মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাটে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
আজ শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর আয়োজনে সহধর্মিনীকে সাথে নিয়ে উপজেলার ক্যাডেট কলেজ সংলগ্ন নিরিবিলি পদ্মার বাঁধ প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর উত্তর-পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী একে.এম শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোখলেচুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান প্রমুখ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), রাজশাহীর শাখা কর্মকর্তা মাহবুব রাসেল জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন পদ্মার বাঁধ প্রকল্প এলাকায় বৃক্ষ রোপন করেন। এর আগে সার্কিট হাউজ, টি বাঁধ, মীরগঞ্জ বিওপি ক্যাম্প এলাকায় বৃক্ষ রোপন করেন তিনি।#
No comments