বিএনপি নেতার বাসায় অসামাজিক কার্যকলাপ, ৬ নারী-পুরুষ গ্রেফতার ||rajshahirdorpon24
ফাইল ফটো বিএনপি নেতার বাসায় অসামাজিক কার্যকলাপ, ৬ নারী-পুরুষ গ্রেফতার ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি আবাসিক ভবন থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই বাড়ির মালিক স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া। পুলিশী অভিযানে গ্রেফতার হলেন- আক্তার হোসেন (৪৩), আবুল হোসেন (৬৩), মো. রাজু (২০), নাসরিন আক্তার (২৪), মিম চাকমা (২২) ও মুক্তা (২৮)।
শুক্রবার রাতে ডবলমুরিং থানাধীন আজু শাহ মাজারের পাশে চারতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওই ভবন মালিক জিয়াউর রহমান জিয়া নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঐ ফ্ল্যাট থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ছয় নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, এ ঘটনায় ওই বিএনপি নেতার ভূমিকা কী তা জানার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তার অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ।
তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওই বাসাটি এক ব্যক্তিকে ভাড়া দিয়েছেন তিনি। তাই এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।#
সূত্র: bdprotidin
No comments