বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় বিধবা নারী নিহত ||rajshahirdorpon24
![]() |
বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় বিধবা নারী নিহত ||rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় ফিরোজা বেগম নামের এক বিধবা নারী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলা আড়পাড়া গ্রামে ।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেওয়া (৫০) প্রতিদিনের মতো শুক্রবার (৭-০৮-২০২০) বিকেলে হাটতে বের হয়। এ সময় একই গ্রামের দুখু মিয়ার ছেলে মোমিন উদ্দিন (২৫) দ্রæত গতিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। সে নিয়ন্ত্রন হারিয়ে তাকে পেছন দিকে থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তাঁর মৃত্যু হয়।
ফিরোজা বেগমের জামাই শহিদুল ইসলাম বলেন, আমার শাশুড়ীকে দ্রæত গতিতে মোটরসাইকেল দিয়ে পেছন দিক থেকে ধাক্কা দিলে আহত হয়। এ ঘটনায় শাশুড়ির কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মারা যান।
মোটরসাইকেল চালক মোমিন উদ্দিন বলেন, স্থানীয় লোকজনের হাতে গনপিটনির ভয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাই। পরে গ্রামবাসীরা মোটরসাইকেলটি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইমাজ উদ্দিনের জিম্মায় রেখেছেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি মৃত পরিবারের লোকজনের মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে রাজপাড়া থানায় একটি অভিযোগ হয়েছে।##
No comments