কাঁটাখালিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ ||rajshahirdorpon24
কাঁটাখালিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ ||rajshahirdorpon24 |
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা দুই জন কে গ্রেপ্তার করেছে কাঁটাখালি থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাঁটাখালি থানার ওসি জিল্লুর রহমান।
গ্রেপ্তার কৃতরা হলেন, নগরীর মতিহার থানাধিন ধরমপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে নাসির উদ্দিন ওরফে রনি (৩০) ও একই থানার খোজাপুর এলাকার আলেফের ছেলে জামিনুর (৩২)।
ওসি আরো জানান, গত ১০ আগষ্ট দুপুরে কাটাখালি চরশ্যামপুর গ্রামের ব্যবসায়ী মোতাহার হোসেন (৩২) বাড়ি থেকে তিনি ছয় লাখ ৪৬ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে তার পথরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দেন। তাদের কাছে পুরনো হাতকড়াও ছিল। এ সময় তল্লাশির নাম করে তারা ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাইকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় তিনি তাদের চিনতে পারেননি। ঘটনার দিন মোতাহার হোসেন বাদি হয়ে কাঁটাখালি থানায় একটি ছিনতায় মামলা দায়ের করেছিল। র্দীঘ অনুসন্ধারের পরে বৃহস্পতিবার দুই জনকে ওই ঘটনার সাথে জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।#
No comments