সবজিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর ||rajshahirdorpon24
সবজিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
ভোলায় সবজিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. জাফর (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আবুল কাসেম (৪৫) ও তুহিন (২৫) নামে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।
নিহত জাফর ভোলার লালমোহন উপজেলার চর উম্মেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. সুলতান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফর, আবুল কাসেম ও তুহিন দীর্ঘদিন ধরে সবজির ব্যবসা করে আসছিলেন। তারা প্রতিদিনই চরফ্যাশন উপজেলা থেকে সবজি সংগ্রহ করে জেলার বিভিন্ন উপজেলার পাইকারী বাজারে বিক্রি করেন। সোমবার দুপুরে তারা চরফ্যাশন থেকে সবজি নিয়ে একটি পিকআপ ভ্যানে লালমোহন উপজেলায় পাইকারী বাজারে বিক্রির জন্য রওনা হন।
চরফ্যাশন উপজেলার জনতা বাজার এলাকায় প্রচুর বৃষ্টির মধ্যে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জাফরের মৃত্যু হয়। কাসেম ও তুহিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#
No comments