রিকশা থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধার ||rajshahirdorpon24
ফাইল ফটো রিকশা থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধার ||rajshahirdorpon24 |
নিউজ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে চলন্ত রিকশা থেকে পড়ে রওশন আরা (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জে।
রওশন আরার মেয়ে রোকেয়া বেগম জানান, সকালে তার অতিরিক্ত প্রেসার ওঠায় তাকে রিকশায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের বিপরীত পাশে রাস্তায় অপর একটি কলাবাহী ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রিকশা থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোকেয়া বেগম, তার এক মেয়ে ও এক ছেলে রিকশায় ছিলেন। তবে তাদের কিছু হয়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।#
No comments