Header Ads

  • সর্বশেষ খবর

    বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল তিনজনের ||rajshahirdorpon24

    বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল তিনজনের ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    সিলেটের গোলাপগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।


    শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিয়ানীবাজার হয়ে মৌলভীবাজারের বড়লেখাগামী একটি বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


    এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, দুর্ঘটনায় তিনজন পুরুষের মৃত্যুর খবর পেয়েছি। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728