একাত্তর টিভির কর্মী ইউসুফ জামিলের মৃতদেহ উদ্ধার ||rajshahirdorpon24
একাত্তর টিভির কর্মী ইউসুফ জামিলের মৃতদেহ উদ্ধার ||rajshahirdorpon24 |
অনলাইন ডেস্ক:
বাড্ডা থানার বেরাইদ এলাকায় বন্ধুদের সাথে বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ একাত্তর টিভির সম্প্রচার বিভাগের কর্মী ইউসুফ জামিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
গতকাল বালু নদীতে সাঁতার কাটতে গিয়ে ইউসুফ ডুবে যান। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পাওয়ায় উদ্ধারকারীদের সংবাদ দেওয়া হয়।
জানা গেছে, বালু নদীর বেরাইদ ঘাটে তিন যুবক একসঙ্গে সাঁতার দিয়েছিলেন ওপারে যাওয়ার জন্য। সাঁতরে দুইজন অপর প্রান্তে যেতে পারলেও ইউসুফ তীরে উঠতে পারেননি। ওপারে ইউসুফকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু হয়।##
No comments