বাঘায় পদ্মায় পড়ে নদীর স্রোতে নিখোঁজ শিশু! ||Rajshahirdorpon24
বাঘায় পদ্মায় পড়ে নদীর স্রোতে নিখোঁজ শিশু! ||Rajshahirdorpon24 |
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পদ্মার পাড়ে খেলা করতে গিয়ে নদীতে পড়ে আলামিন হোসেন নামের ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সে উপজেলার আলাইপুর নাপিত পাড়া এলাকার মৃত: লালন উদ্দিনের একমাত্র ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র। রোববার (৩০ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলার আলাইপুর নাপিতপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, নদীর পাড়ে সহপাঠিদের সাথে খেলাধুলা শেষে নদীর পানিতে হাতমুখ ধুতে যায়। এ সময় পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এদিকে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পদ্মার পাড়ে জড়ো হয় হাজারো মানুষ।
স্থানীয় ( ৩-নং পাকুড়িয়া ) ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধারের জন্য নৌকার ব্যাবস্থা করে দেওয়া হয়েছে। স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করেও নদীতে স্রোতের কারণে রোববার বিকেল ৫টা পর্যন্ত সন্ধান মেলাতে পারেনি। তবে নদীর স্রোতে ভেসে যাওয়ার কারণে ডুবুরিকে জানানো হয়নি।
অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,গনমাধ্যম কর্মীদেও মাধ্যমে খবরটি জেনেছেন। তার আগে কেউ জানাইনি। ##
No comments