Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীতে কমেছে করোনার দাপট ||rajshahirdorpon24

    রাজশাহীতে কমেছে করোনার দাপট ||rajshahirdorpon24

    নিউজ ডেস্ক:
    রাজশাহী বিভাগে করোনা মহামারির দাপট কমছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আক্রান্ত ব্যক্তিরা। তবে এখনও করোনায় মারা যাচ্ছেন কেউ কেউ।

    শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন আলীম উদ্দীন (৭০) নামে এক মুক্তিযোদ্ধা। করোনা নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে রোববার বিভাগে তিনজনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে দুইজনই মারা গেছেন বগুড়ায়। মৃত অন্যজন রাজশাহীর বাসিন্দা।


    বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, গত কয়েকদিন ধরে বিভাগে করোনার প্রকোপ কিছুটা কম। ধীরে ধীরে সংক্রমণের হারও কমেছে। সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা।

    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধীরে ধীরে মানুষ মহামারি কাটিয়ে উঠছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। এখনও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য।

    বিভাগীয় স্বাস্থ্য দফতর জানায়, রোববার বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ১২০ জনের। একই দিন সুস্থ হয়েছেন ১৪৮ জন। এছাড়া প্রাণ হারিয়েছেন তিনজন।


    বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ কমছে বিভাগের বিভিন্ন জেলায়। সুস্থ হয়েছেন আক্রান্ত লোকজন। তবে করোনায় মৃত্যুর হার এখনো উঠানামা করছে। গত ২২ আগস্ট বিভাগজুড়ে করোনা শনাক্ত হয় ১৫০ জনের। ওই দিন মারা যান চারজন। আর সুস্থ হন করোনা আক্রান্ত ১৫৪ জন।

    ২১ আগস্ট বিভাগে করোনা ধরা পড়ে ১৭৮ জনের। ওই দিন সুস্থ হন ১৬৫ জন। একই দিনই করোনায় মৃত্যু হয় আটজনের। ২০ আগস্ট ১৩৮ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন মারা যান একজন। সুস্থ হন ১৬৬ জন।

    এর দুইদিন আগে ১৮ আগস্ট ১৬০ জনের করোনা ধরা পড়ে বিভাগজুড়ে। ওই দিন মারা যান তিনজন। একই দিন সুস্থ হন ১৫৩ জন করোনা রোগী। ১৭ আগস্ট বিভাগে ২১২ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন মৃত্যু হয়েছে চারজনের। তবে সুস্থ হয়েছেন ৩২৬ জন।

    বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১৬ হাজার ৯০৩ জনের। এর মধ্যে সর্বোচ্চ ছয় হাজার ২৯০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। রাজশাহীতে চার হাজার ৩৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৬৩ জন, নওগাঁয় এক হাজার ১১১ জন, নাটোরে ৭৮৬, জয়পুরহাটে ৮৯৭, সিরাজগঞ্জে এক হাজার ৮৪৮ জন এবং পাবনায় ৯৫৮ জন শনাক্ত হয়েছেন।


    বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৫৩ জন করোনা রোগী। এর মধ্যে রাজশাহীর দুই হাজার ৭৭০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২৫ জন, নওগাঁর ৯৬৩ জন, নাটোরের ৪৫৪ জন, জয়পুরহাটের ২২০ জন, বগুড়ার পাঁচ হাজার ১৪৪ জন, সিরাজগঞ্জের ৯৩৮ জন এবং পাবনার ৮৩৯ জন করোনামুক্ত হয়েছেন।

    বিভাগজুড়ে এ পর্যন্ত ২৪৩ জনের প্রাণ নিয়েছে করোনা। এর মধ্যে ১৪৭ জন মারা গেলেন বগুড়ায়। রাজশাহীতে ৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে চারজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জন মারা গেছেন করোনায়।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728