Header Ads

  • সর্বশেষ খবর

    চাঁদাবাজির মামলার বাদিকে টাকা ফেরত দিয়েও জামিন পেলেননা তিন সাংবাদিক !||rajshahirdorpon24

    চাঁদাবাজির মামলার  বাদিকে টাকা ফেরত দিয়েও
    জামিন পেলেননা তিন সাংবাদিক !||rajshahirdorpon24

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
    রাজশাহীর বাঘায় দায়েরকৃত চাঁদাবাজির এক মামলার বাদিকে টাকা ফেরত দিয়েও আদালতে জামিন নিতে গিয়ে আটক হয়েছেন, প্রিন্ট ও অনলাইন পোর্টাল নিউজের তিন সাংবাদিক। সোমবার (৩১-আগষ্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন, রবিউল ইসলাম, হাবিল উদ্দিন ও হাসমত আলী ওরফে হাশেম আলী নামে এই তিন সাংবাদিক। বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক  আব্দুর রফিক ।


    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট সন্ধ্যায় উপজেলার বলরামপুর গ্রামের ভ্যান চালক সাইফুল ইসলাম তার নবম শ্রেনী পড়–য়া মেয়েকে বিয়ে দেওয়ার খবরের ভিত্তিতে ওই বাড়িতে যান, প্রিন্ট ও অনলাইন পোর্টাল নিউজের প্রতিনিধি. উপজেলার তেথুলিয়া গ্রামের রুস্তম আলীর ছেলে-রবিউল ইসলাম, পাকুড়িয়া এলাকার আলী হোসেনের ছেলে হাবিল উদ্দিন ও পানিকুমড়া গ্রামের সুলতান আলীর ছেলে-হাসমত আলী ওরুপে হাশেম। সাংবাদিক পরিচয়ে সেখানে গিয়ে তারা সাইফুল ইসলামের নিকট ৫ হাজার টাকা দাবি করে বলেন, টাকা না দিলে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে প্রশাসনকে বলে ধরিয়ে দিবেন। এ সময় সাইফুল ইসলাম তাদের ২ হাজার টাকা দেন। সেই টাকা তারা ছুড়ে ফেলে দেন। নিরুপায় হয়ে সাইফুল ইসলাম প্রতিবেশী আজাদ আলীর নিকট থেকে ধারে ৩ হাজার টাকা এনে তাদের দাবি পুরন করেন।

    এই ঘটনার কিছুক্ষন পর জাতীয় জরুরী সেবার ফোন পেয়ে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হন বাঘা থানা উপ পরিদর্শক(এস.আই) নাজমুল হক। ফলে বিয়ে বন্ধ হয়ে যাই। তখন মেয়ের বাবা সাইফুল ইসলাম পুলিশকে জানায়, বিয়ে দেয়ার শর্তে তিন সাংবাদিক  তার নিকট হতে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে গেছেন।


    এর পরদিন সাইফুল ইসলাম ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে বাঘা থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর তারা বাদিকে টাকা ফেরত দিয়ে কোন ঘটনায় ঘটেনি বলে লিখিত নেয়। মামলা দায়েরের দুই সপ্তাহ পর বাদিও সেই লেখা কাগজ হাতে করে সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেণ। আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।


    বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান,এ সংক্রান্তে একটি মামলা হয়েছিল। এ মামলায় তারা জামিন নিতে গিয়ে আটক হয়েছে এমনটি শুনেছি। ##

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728